Tuesday, June 22, 2021

জামাই আদর

জামাই আদর
--------------------
পঙ্কজ প্রামাণিক 
***************
মজা করে হচ্ছে খাওয়া   জামাই ষষ্ঠীর ভোজ
শালী শ্বাশুড়ি  আছেন বসে   নেই শেলেজের  খোঁজ।

মন্ডা  মিঠাই      দই মিষ্টি          আরো কতো কি,
গরম ভাতে  দেয় শ্বাশুড়ি  পুরোনো গাওয়া ঘি।

আম জাম আর  কলা কাঁঠাল   সাথে মিষ্টি লিচু,
মনের সুখে খাচ্ছে জামাই  চায়না ফিরে পিছু।

চিংড়ি পোনার  সাথে আছে মাংস কচি পাঁঠার,
শ্বশুর বলে ভালোই হোলো পকেট খালি আমার।

গোগ্রাসে তে   খাচ্ছে জামাই  লাগছে ভীষণ গরম,
করছে বাতাস  শ্বাশুড়ী মা নেইকো লাজ আর শরম।

মনের সুখে  খেতে খেতে  হাঁপিয়ে ওঠেন তিনি,
নানারকম  পদের রান্না  যায়না ছাড়া জানি।

   খাচ্ছে জামাই  এদিক ওদিক  আড় চোখেতে চায়,
এদিক-ওদিক   শুধুই দেখে বউ তো কোথাও নাই।

লাজুক ভারী   বউটা তারি মিষ্টি হাসি মুখে,
ঘোমটা পরা  গ্রামের মেয়ে   কাজল  টানা চোখে।

খেয়ে দেয়ে জামাইবাবুর পেট ফুলে জয় ঢাঁক,
যাহোক করে মুখ হাত ধুয়ে হলো চিত পটাৎ।

পাশের ঘরে  ছিলো যে বউ শুনে ছুটে আসে,
অতি লোভে তাঁতি নষ্ট এবার বুঝেছে সে।।

                       

No comments: