সবুজের কথা....
শুভ্রাংশু কুম্ভকার
ঘন ছায়া চেয়েছি, সাথে প্রাণবায়ু
সবুজের ছোঁয়া আর চোখের আরাম,
বেহিসেবি পাওনাটা দাবি থেকে বেশি
কষে কভু দেখিইনি কতোখানি দাম।
অঙ্কুর ছিল যবে মাটিতে লুকায়ে
সোহাগের সোনা জল দিইনি তো ঢেলে,
ভেদ করে বেঁচে থাকা কি কঠিন কাজ
মেলেছি আপন চোখ সব বাধা ঠেলে।
মাটির আদর আর শিকড়ের জোরে
রস শুষে বেঁচে আছি আজও কোনোমতে,
শীর্ণ দেহের শাখা দোলায় বাতাসে,
সূর্যের তেজ ঢাকি সবুজ পাতাতে।
মনোবলে বেড়ে চলা মহীরুহ পানে
খনিজের ঘাটতিতে কঠিন সংগ্ৰাম,
জীবজাত সারে মেটে ক্ষুধার আগুন
কীটনাশকের বিষ বাড়ায় ব্যারাম।
কালো ধোঁয়া কংক্রিট দূষণের বিষ,
সবুজের পরিধিও ক্রমে সংকুচিত,
নিঃশ্বাসে বিশ্বাস নেই বিশুদ্ধতার
অক্সিজেন ঘনত্ব কমে ক্রমাগত।
নীলকণ্ঠ সম শুষি দূষণের বিষ
বিশুদ্ধ করেছি বায়ু আবহমানকাল,
সুখে দুঃখে সাথী,শীতল সমীরণ
দখিনা মলয় করি এ মন মাতাল।
ঘরে বাইরে ছাদে বাগানে পথের ধারে
একটু যত্নে সহজেই বেড়ে উঠি,
যেটুকু দাও তার শতগুণ ফিরিয়ে দিই
হিসাব বাকীর সাক্ষী থাকে মাটি।
No comments:
Post a Comment