Sunday, June 6, 2021

নিজেকে উজাড় করে

নিজেকে উজাড় করে 
কৃত্তিবাস ওঝা 

বেহিসাবী নাগরিক সভ্যতার আগুনে 
প্রকৃতি পরিবেশ নিদ্রাহীন দাবানলে 
টিকটিক করে নিয়মিত জ্বলে 
অরণ্য জীবনের সবুজ 
অনুচ্চারিত শব্দের নীরব কান্না
স্পর্শ করে না কারোর চোখে কানে ।

পর্যটক-মন কখনও হিসাব করে না 
সবুজের আঁচল চাপা অক্সিজেনের মূল্যমান 
লাল চোখের পাতা ছেঁড়া ভালোবাসা
বিনোদন, আর আরও মুনাফার নেশায় 
ভালোবাসার করে অপমান ।

প্রতিটি ঝড়ঝঞ্জায় বুক চিতিয়ে দাঁড়ায় 
মন ভাঙ্গা দিনেরাতে নিজেকে উজাড় করে 
রক্ত ঝরা আঘাত সহ্য করে 
সাজিয়ে গুছিয়ে দেয় সমাজ সংসার,
তারই উপর আমরা চালাই নক্কাজনক বলৎকার ।

আমরা আমাদের কৃতকর্মের ফলভোগ 
করি আজ, -- হচ্ছি অতিমারীর শিকার 
উঠছে আত্মহত্যার হাহাকার ।

No comments: