Sunday, June 6, 2021

পরিবেশ আজ সংকটে


পরিবেশ আজ সংকটে
পবিত্র প্রসাদ গুহ


পরিবেশের কলিজায় আজ ঘুন ধরেছে,
চিত্তে অশান্তির ঝড়
থমথমে মনে কুঁড়ে কুঁড়ে খায় বিতৃষ্ণার হাতছানি।

অপ্রস্ফুটিত ফুলের প্রাণ ধূকছে -
অকালেই ঝরে পড়ে তারা,
সৌরভহীন দেহে মিশে যায় মাটিতে!
কেই রাখে না মনে ওদের।

চারিদিকে বিষক্রিয়া আর কালো কালো ধোঁয়া -
কল কারখানার উঁচু পাইপটা দিয়ে,
গনগনে আচের দৈত্যাকার কোঁকড়ানো ধোঁয়া,
চুম্বন খায় নীল নীলিমা লেপা আকাশটাকে,
মুহূর্তেই তাকে করে দেয় কালিমালিপ্ত।
পাখিগুলি দম বন্ধ হয়ে অচেতন,
গাছেদের কিশলয়ের শ্বাসরোধ হয়ে আসে।

অট্টালিকার কামড়ে কচি দুর্বাঘাসের জীবাশ্ম দশা!
ইঁট, বালি, পাথর গ্রাস করে জংলী লতাপাতাকে,
গলার টুটি চেপে ধরে কলমীলতার।

জলে খাবি খায় চঞ্চল মীন রাশি -
আতঙ্কে থাকে সর্বদা 
এই বুঝি জলে মিশবে কারখানার বর্জ্য,
প্রাণঘাতী আবর্জনা কেড়ে নেয় নিরীহ অবলা প্রাণীর জীবন।

চাই না আর প্রাণঘাতী নগরোন্নয়ন,
চাই না বিজ্ঞানের অপপ্রয়োগ,
চাই না বাঁচতে এই অট্টালিকার আতিশয্যে।
দাও ফিরিয়ে সবুজের সমারোহ,
দাও ফিরিয়ে কুসুমের সৌরভ।

পাখির কলতানে মুখরিত হোক ধরণী,
একবুক শ্বাস নিতে দাও হে আবার-
দাও ফিরায়ে বন বনানী, লহ এ নগর জীবন।

No comments: