Sunday, June 6, 2021

বৃক্ষরোপন

বৃক্ষরোপন 
নৃসিংহ মজুমদার 

মানবতার চারা পুঁতি ভাই অমানবিকতার ভাগাড় খুঁড়ে ,
চিল শকুনরা আসবে যাবে কুকুর শেয়ালও বেড়াবে ঘুরে ।

সত্যের জল সেচ দিয়েছি ন্যায় নীতির সূর্য তারায় 
সকাল দূপুর সন্ধ্যা রাতে পাবে বলে আলোক ঝর্নায় ।

পাখির গানে জেগে ওঠে দেখবে তারে শিশির সাজায় ,
রোদ ঝড় জলে সারাদিনটা খেলবে সে তো মেঘের ছায়ায় ।

সন্ধ্যা তারে সাজিয়ে দিলে ধ্রুবতারা সুখের গল্প শোনাবে 
চাঁদ পরীরা স্বপ্ন ভেলায় তারার দেশে তারে ঘোরাবে  । 

মেলবে পাতা মেলবে শাখা ভাগাড় গন্ধে দেবে সে ঢাকা ,
চিল শকুন যত লাফিয়ে ঝাঁপিয়ে দিতে চাক তারে মাটি চাপা ।

সারাদিন রাত বুকে আগলে রেখেছি তারে হয়ে পাহারাদার ,
দুচোখে স্বপ্ন ফুল ফল দিয়ে সাজিয়ে তুলবে নোংরা ভাগাড় ।

প্রাণ ভরে শ্বাস নেবে সবাই পেট ভরে খাবে ফুল ফল পাতা ,
ঝড় বাদলে সুখের ঘরে নিশ্চিন্তে পাতবে স্বপ্নের কাঁথা ।

No comments: