Monday, December 16, 2019

এখনো হাসে

এখনো হাসে

আমি তখন বছর তেরো
সলাজনত একলা ঘরে
হঠাৎ চমকে ফিরে তাকাই
অজানা এক কন্ঠস্বরে
এমন কেন ধ্যান-গম্ভীর
স্তব্ধ চারপাশ
আমি তখন ভীত হরিণী
জীবন - উদাস

হয়ত তখন একটি-দুটি
পাপড়ি মেলার সময় হল
কিন্তু আমি স্বভাব-ভীতু
একলা মনে এগিয়ে চল

এই নিয়মে এই রীতিতে
চলেই গেলাম একা একা
হঠাৎ পথে চড়াই হল
ধানের ক্ষেতে প্রথম দেখা

ধানেও একদিন সূর্য নামে
সোনা রোদের আগুন ছড়ায়
দেখতে দেখতে জীবনজুড়ে
হেমন্ত তার মেদূর ছড়ায়

আমি আবার একলা পথে
একলা জীবন একলা মতে
চমকে দেখি শীত গিয়েছে
বসন্ত দ্বারে কড়া নাড়ায়
খুলব কিনা ভাবতে ভাবতে
কেটে গেল একলা দুপুর
বুঝিনি তাই কোন রীতিতে
সন্ধ্যা ঘনায় কাঁদায় সুদূর

এখন যখন ব্যস্ত ঘড়ি
জীবন আমার চলনসই
হাতের কাছে সঞ্চয়িতা
এখনো তবু অবাক হই
শেষের কবিতা শেষ হয়নি
এখনো অনেক আছে জমা
বাড়ির ভিতর সেই বাড়িটা
এখনো হাসে ঝর্ণাসমা ।


No comments: