কাঞ্চনজঙ্ঘা
আকাঙ্খায় মিশেছে চেতনা
কালের নিয়মে
শিশুচাঁদের বেড়ে ওঠা জীবন
এক- এক কলায় আসে পূর্ণতা
কখনো সমুদ্রগহ্বর ,
কখনো কাঞ্চনজঙ্ঘা ,
পূর্ণিমা হাসে অনাবিল
সন্ধ্যা হোক গোলাপি চেরির ,
অথবা রক্তলাল রডোডেনড্রনের
ভালোবাসা তো স্রোত হয়ে বয়
এক শ্বাসে উড়তে চাওয়া অবুঝ হৃদয়
পাহাড়ের চোরাস্রোতে স্রোতোস্বতী হয়
তোমার দেখানো মুখ এ পাহাড়ে হাসে
আমার পাহাড়ে তা নিমেষে মিলায়
তবুও আসি ফিরে , আবার আসব
কখনো দুধ - সাদা , কখনো হলুদ আলো
কখনো রক্তিম হয়ে চোখে ভাসব
আবার আসব .........
No comments:
Post a Comment