Wednesday, November 20, 2019

নীরব প্রতিশ্রুতি

নীরব প্রতিশ্রুতি 

প্রকৃতির নির্দিষ্ট নিয়মে
শরতের পর আসে হেমন্ত
তোমার তো কোনো নিয়ম নেই
তাই 
প্রতিশ্রুতি মুছে ফেলতে
নিয়ম মানো অল্পই
দিনের অবসানে
দিগন্তের ওপারে সমস্ত আকাশ জুড়ে যখন
একটি একটি করে তারা ফুটেছিল
বড় স্নিগ্ধ , বড় করুণ সেই কথার সুর
শুনেছিলাম তোমার মুখে
কোলের কাছটি ঘেসে
অদ্ভুত কাষ্ঠ হেসে
শুনিয়েছিলে তোমার অতীত
তখনি
অনবদ্য কল্পনায় এক নীরব প্রতিশ্রুতি
বেজে উঠেছিল বাতাসে


আজো সন্ধ্যার অন্তরালে
প্রতিশ্রুতির শব্দগুলি
একটি একটি করে ফোটে সন্ধ্যার আকাশে
নীরব এ প্রতিশ্রুতি
তাই বুঝি
আলোর নিশানা খুঁজে পায় না ।

No comments: