আলো
আমার চেতনায় জ্বলে রংমশাল , হলুদ পাতারা যায় উড়ে
নীল , গাঢ় নীল আকাশ আমার চেতনা জুড়ে
এখানে শহর পোড়ে , পোড়ে নিকোটিন
এক আকাশ শরৎ তবু আমার অধীন
শহরে ছড়িয়েছে রোগ , উদ্বাস্তু হৃদয়
উদ্ধত যৌবন আজ লাঠির আঘাত সয়
সম্ভাবনা যা বিকিয়ে গেছে মৃত প্রাণের হাটে
তরুন হৃদয় নেশাতুর হয়ে আলস্যে দিন কাটে
তবুও আগুন আকাশ জুড়ে , নতুন ভোরের আশা
নতুন প্রাণ সাজবে আবার , নিয়ে প্রাণের ভাষা
এসো আলো , আরো আলো , প্রাণের আলো কই
হেমন্তের সোনারোদে আবার সোনা হই ।
No comments:
Post a Comment