Tuesday, October 1, 2019

মেয়েবেলার কথা

মেয়েবেলার কথা

আমারও একটা মেয়েবেলা ছিল-----

তোমাদের মত মাঠ দাপিয়ে খেলে বেড়াবার
আমারও একটা মেয়েবেলা ছিল
প্যান্ডেল গুছিয়ে সরস্বতী পুজো করবার
তোমাদের মতই ----
কাঁধে করে টব বয়ে আনবার

আমারও একটা মেয়েবেলা ছিল ------

আমারও মহালয়ার রাত ছিল ,
পিকনিক ছিল , বন্ধুদের সাথে হুল্লোড় ছিল ,
দলবেঁধে বাজার করা ছিল

আমারও একটা মেয়েবেলা ছিল ------

পুজোয় ঘুরতে যাওয়া ছিল 
নাগোরদোলায় চড়া ছিল
দলবেঁধে রাত জাগা ছিল

আজকে সেসব কোথায় গেল

বন্ধুরা সব হারিয়ে গেল
লুকোচুরি খেলায় কাউকে
খুঁজে পাইনা আর
এত বড় বন পাহাড় নদী
বিশাল আকাশ সমুদ্র
কোথায় যে সব হারিয়ে গেল 
পাইনা খুঁজে আর

আজকের যত ক্লেদ গ্লানি

কাল সবই মুছে ফেলবে জানি
তবু শুধু একটুখানি
ফিরে পেতে চাই
আমার সেই মেয়েবেলা
নিষ্কলুস ছেলেখেলা
আবার মনের খুশির ভেলা
উচ্ছ্বাসে ভাসাই

মেয়েবেলা তো সার্বজনীন , মেয়েবেলা খেলাঘর

নতুন নতুন পুতুল নিয়ে গড়তে পিটতে হয় ।

No comments: