মনের গল্প
সুযোগ তো মেলেনা , সুযোগ বড় অল্প
তবুও এমন বৃষ্টির দিনে , মন খারাপের গল্প
আকাশ যখন মেঘলা হয় , মনেও মেঘের সাজ
অন্ধকারে হাতরে ফেরাই মন খারাপের কাজ
মন তো নয় , সাদা খাতায় কেবল আঁকিবুকি
নাম না জানা হাজার রকম রোগের আছে ঝুঁকি
মন কেমন মন খারাপ মন মানে না আর
মনটা যদি হারিয়ে ফেলো তবেই পগার পার
মন চাইলেই বাদল নামে সৃষ্টি হেসে ওঠে
মন চাইলেই আকাশ জুড়ে রামধনু রঙ ফোটে
মন চাইলেই ঘুমের দেশে আকাশ ভরা রাত
মন কেমনের গল্পগুলি কখোন কুপোকাত ।
No comments:
Post a Comment