Thursday, August 29, 2019

চিরায়ত

চিরায়ত

যত্নে রয়েছো হৃদয়ে লালিত

ওগো নিদ্-হরা , ওগো চিরায়ত
যেন জমে থাকা হাজার-শত
বছরের ইতিহাস ।

দিনে দিনে কত বাড়ে অনুক্ষণ

দিন কেটে যায় ব্যথিত বিজন
আশা-নিরাশায় দোলাচল মন
সময়ের হাসফাঁস ।

তুমি আছো তাই আমার ভুবন

আনন্দে মাতে নিত্য নূতন
চোখে ঘনঘোর তোমার স্বপন
নিদারুণ প্রেম-রোগ ।

শুধু দু'জনের মিলিত বাসনা

পরশপাথরে করেছে সোনা
অযুত-নিযুত কালের কামনা
অপেক্ষা রাজ-যোগ ।

#       #        #         #      #
মনের গোপনে শায়িত আশা

একটি ছোট্ট সুখের বাসা
দু-এক পশলা বৃষ্টি ভেজা
আমার গৃহকোন ।

ছোট্ট দু'খানি হাতের'পরে

সারা পৃথিবীর সোহাগ ঝরে
ছোট্ট দু'খানি পাপড়ি মেলা
বড় আদরের ধন ।

ডালের 'পরে , পাতার 'পরে

রাতের শিশির ঘুমিয়ে পড়ে
তুমি আমার শিশির-ভেজা
মানিক জ্বলা রাত ।

তোমার চোখের কাজল কালো

দিনে - রাতে পথ ভোলালো
তোমার গোপন গানের সুরে
আমার আঁধার মাত ।

No comments: