Friday, August 30, 2019

সোহাগ

সোহাগ


আকাশ যখন ঘুমিয়ে পড়ে
শিউলি ফুলের সোহাগ ঝরে
তোমার প্রেম পিছলে পড়ে
উদাস চিলের ডানায় ।
উটপাখির ঐ গ্রীবার মত
ভাবনা আমার শত শত
রক্তে ভেজা সলাজক্ষত ,
বিদ্ধ করে আমায় ।

ছিন্ন আমার হীরের দুলে
অভিমানের চিরাগ জ্বলে
লুটিয়েছিল পদতলে ,
সেদিন শ্রাবণমাস ,
বাইরে যখন শ্রাবণধারা
উন্মত্ত বাঁধনহারা
বীজের ভিতর সুপ্তচারা
জন্মের হাসফাঁস ।

No comments: