অনুপস্থিতি
এখনো বাতাসে তার উপস্থিতি টের পাই
প্রশ্বাসের সঙ্গে টেনে নিই শরীরের গন্ধ
নানাজনের কলরোলের মধ্যে পরিচিত সুর
এখনো চোখের সামনে তোমার মুখ দেখি
ঠান্ডা হাওয়ায় শিউড়ে ওঠে গা
শরীরের চামড়া ভেদ করে
রক্তের ভেতর উথাল-পাথাল অনুভূতি
হঠাৎ চোখের কোন সিক্ত হয়
কন্ঠে আটকে আসে কথা
বিশ্রাম চায় অবসন্ন পা দু'খানি
মাথার ভেতর শ্রাবণের মেঘ ঘনায় ।
No comments:
Post a Comment