অনুভব
পুকুরের শান্ত জলে শ্রাবণের প্রথম ফোঁটা
আঁকাবাঁকা বৃত্তসম অনন্ত ঘটনার সমাবেশ
অস্পষ্টতার মধ্যেও স্পষ্ট একটি মুখ
জানি তা জলের আলপনা
তবুও প্রলয়-রাত্রি দাগ এঁকে চলে
আকাশের নীলাভ ম্লান হতে থাকে
অনন্ত এই জীবন-নদী বয়ে চলে সুদূরে
দু'কূল শ্যামল সবুজ --- অনন্ত সুখের রাজ্য
কখনও চড়া খাড়ি --- বিষাদ মন্থর বেলা
জানি এই নদী এক নির্লিপ্তির জীর্ণ প্রস্তর
আর অসীম আকাশ --- আমার অনন্ত ঘটনার সাক্ষ্যি ।
No comments:
Post a Comment