Friday, August 30, 2019

সোহাগ

সোহাগ


আকাশ যখন ঘুমিয়ে পড়ে
শিউলি ফুলের সোহাগ ঝরে
তোমার প্রেম পিছলে পড়ে
উদাস চিলের ডানায় ।
উটপাখির ঐ গ্রীবার মত
ভাবনা আমার শত শত
রক্তে ভেজা সলাজক্ষত ,
বিদ্ধ করে আমায় ।

ছিন্ন আমার হীরের দুলে
অভিমানের চিরাগ জ্বলে
লুটিয়েছিল পদতলে ,
সেদিন শ্রাবণমাস ,
বাইরে যখন শ্রাবণধারা
উন্মত্ত বাঁধনহারা
বীজের ভিতর সুপ্তচারা
জন্মের হাসফাঁস ।

Thursday, August 29, 2019

চিরায়ত

চিরায়ত

যত্নে রয়েছো হৃদয়ে লালিত

ওগো নিদ্-হরা , ওগো চিরায়ত
যেন জমে থাকা হাজার-শত
বছরের ইতিহাস ।

দিনে দিনে কত বাড়ে অনুক্ষণ

দিন কেটে যায় ব্যথিত বিজন
আশা-নিরাশায় দোলাচল মন
সময়ের হাসফাঁস ।

তুমি আছো তাই আমার ভুবন

আনন্দে মাতে নিত্য নূতন
চোখে ঘনঘোর তোমার স্বপন
নিদারুণ প্রেম-রোগ ।

শুধু দু'জনের মিলিত বাসনা

পরশপাথরে করেছে সোনা
অযুত-নিযুত কালের কামনা
অপেক্ষা রাজ-যোগ ।

#       #        #         #      #
মনের গোপনে শায়িত আশা

একটি ছোট্ট সুখের বাসা
দু-এক পশলা বৃষ্টি ভেজা
আমার গৃহকোন ।

ছোট্ট দু'খানি হাতের'পরে

সারা পৃথিবীর সোহাগ ঝরে
ছোট্ট দু'খানি পাপড়ি মেলা
বড় আদরের ধন ।

ডালের 'পরে , পাতার 'পরে

রাতের শিশির ঘুমিয়ে পড়ে
তুমি আমার শিশির-ভেজা
মানিক জ্বলা রাত ।

তোমার চোখের কাজল কালো

দিনে - রাতে পথ ভোলালো
তোমার গোপন গানের সুরে
আমার আঁধার মাত ।

Sunday, August 11, 2019

অনুপস্থিতি

অনুপস্থিতি

এখনো বাতাসে তার উপস্থিতি টের পাই

প্রশ্বাসের সঙ্গে টেনে নিই শরীরের গন্ধ
নানাজনের কলরোলের মধ্যে পরিচিত সুর
এখনো চোখের সামনে তোমার মুখ দেখি
ঠান্ডা হাওয়ায় শিউড়ে ওঠে গা
শরীরের চামড়া ভেদ করে
রক্তের ভেতর উথাল-পাথাল অনুভূতি

হঠাৎ চোখের কোন সিক্ত হয়

কন্ঠে আটকে আসে কথা
বিশ্রাম চায় অবসন্ন পা দু'খানি
মাথার ভেতর শ্রাবণের মেঘ ঘনায় ।

Saturday, August 10, 2019

অনুভব

অনুভব

পুকুরের শান্ত জলে শ্রাবণের প্রথম ফোঁটা
আঁকাবাঁকা বৃত্তসম অনন্ত ঘটনার সমাবেশ
অস্পষ্টতার মধ্যেও স্পষ্ট একটি মুখ
জানি তা জলের আলপনা
তবুও প্রলয়-রাত্রি দাগ এঁকে চলে
আকাশের নীলাভ ম্লান হতে থাকে
অনন্ত এই জীবন-নদী বয়ে চলে সুদূরে
দু'কূল শ্যামল সবুজ --- অনন্ত সুখের রাজ্য
কখনও চড়া খাড়ি --- বিষাদ মন্থর বেলা
জানি এই নদী এক নির্লিপ্তির জীর্ণ প্রস্তর
আর অসীম আকাশ --- আমার অনন্ত ঘটনার সাক্ষ্যি ।