মানুষের গুণ
তরুণ চ্যাটার্জ্জী
07/11/24
কাউকে কিছুই দেবো না দোষ ,
নিজেই ভুলের করি আফশোষ।
দিনগুলি যে গেছে বয়ে,
বেঁচে আছে তারা স্মৃতি হয়ে।
মিষ্টি সে সব দিনের কথা,
দাগ কেটে মনে বাড়ায় ব্যথা।
দুঃখ ভোগ করছি একাই,
সুখের ভাগ নিয়েছে সবাই।
হারিয়ে যাওয়ার হাওয়ায় ভেসে,
নেভায় আলো আঁধার এসে।
প্রতিশ্রুতি সব অকালে মরে,
পরিহাস যেন থাকছে ঘিরে।
কথার মূল্য ক'জন রাখে,
অদিনে ক'জন পাশে থাকে!
মুখ বুজে সব নিয়েছি মেনে,
বাস্তবটা খুব গিয়েছি জেনে।
অনেক হল মানুষ চেনা,
মন দিয়ে মন যায়না কেনা।
সুযোগ চেনা মানুষের গুণ,
প্রতিদানে জ্বালে বিবাদী আগুন।
No comments:
Post a Comment