হাত বাড়াও
নিবারণ চন্দ্র দাস
২২/১০/২০২৪
ধ্বংস করো শিক্ষা স্বাস্থ্য
ধ্বংস করো দেশ,
তবুও নাকি বলতে হবে
আহা বেশ বেশ।
বন্ধক থাকে মেরুদণ্ড
বন্ধকী মস্তক,
তবুও তোমার জয়জয়কার
দখলে দস্তক।
মানুষ নিয়ে খেলছো খেলা
জাতির বিচার সাথে,
একদিন ঠিক পাবে এর ফল
মিলিয়ে হাতেনাতে।
নষ্ট বৃত্তির জয়জয়কার
ক্ষণস্থায়ী মানি,
সংশোধনের পথে এসো
ছেড়ে হানাহানি।
ধমক চমক নাটক ছাড়ো
পথের মাঝে এসে,
চোখের জলের মূল্য মেটাও
সবার পাশে বসে।
দেশের ভালো দশের ভালো
সত্যি যদি চাও,
আমরা ওরা বিভেদ ভুলে
হাত বাড়িয়ে দাও।
2 comments:
আপ্লুত অভিভূত উচ্ছ্বসিত ধন্যবাদ
স্বাগতম
Post a Comment