বাস করি কোন দেশে
মো: নূরুল ইসলাম
২০/১০/২০২৪
কতো কি যে ভাবি বসে,
বাস করি কোন দেশে!
বাড়ি ঘর পথ ঘাট,
পাড়া শেষে চেনা হাট।
হাট বসে শুক্রবার,
বেচা কেনা যার যার।
মাটির হাড়ি ধামা কুলো,
শাড়ি ধুতি জামাগুলো।
কৃষকেরা নিয়ে আসে,
বসে গিয়ে পথ পাশে।
বেচে দেয় ধান গম,
পোঁটলা ভরা কম দাম।
স্কুল আছে মাস্টার নাই,
ছেলে মেয়ে আসে যায়।
স্কুলে পড়া হয় শেষ,
চপ ভাজে অবশেষ।
মারামারি দলাদলি,
মাঝে মাঝে খায় গুলি।
লাঠি বন্দুক সকেট বোম,
সব আছে নাই কম।
ভোট এলে দাম বাড়ে,
বোমা ফেটে কতো মরে!
মরে গিয়ে হয় ভুত,
তবুও ভোট করে লুট।
এই দেখে কাটছে দিন,
আলো নাই দৃষ্টি ক্ষীণ।
বেচে আছি ভাবি তাই,
প্রতিকার কিছুই নাই।
No comments:
Post a Comment