Saturday, October 5, 2024

এ কী গো বিস্ময় ! -- জয়ন্ত প্রসাদ গুপ্ত


এ কী গো  বিস্ময় !
জয়ন্ত প্রসাদ  গুপ্ত
4 Oct,   2024      
 কী  এক  আশ্চর্য বোধ  কাজ করে  মনের ভিতর ,
 কী এক অবাক  অনুভব  খেলা করে সারা বেলা,
  আমার-ই  মনের গহীনে
 তবু  যেন  তারে  পুরোপুরি  বুঝি নে ।
 সারাদিনের কল কোলাহল,
  কর্মের   হাঁফ ধরানো হাপর ।
নিশুতি রাতের সেই  একলা হয়ে যাওয়া ৷
এক একটা  দিন আসে ।
 এক  একটা রাত ।
অনাদি  অনন্ত সময়
  যার সত্যিকারের কোন মাপ নেই,
এই  বিশ্বব্রহ্মাণ্ডের মতোই ।
অখণ্ড সময়কে যদিও মানুষ ধরে রেখেছে  
    ঘন্টায়  মিনিটে, মাসে বছরে
 তার নিজস্ব  নিয়মে ।
 সেই  শৈশবের আবছা চেতনায়
এই সব ভাবনার বীজ উপ্ত হয়েছিল ,
শাখা প্রশাখায় তার এখন অনন্য বিস্তার  !
তবু সে কতটুকু !
এই অখণ্ড ,   অব্যয় ,  অক্ষয়  বিশ্বের কতটুকু ছায়াপাত
 মানুষের এই খণ্ডিত চেতনায় !
শুধু বিস্ময় ,বিস্ময় !

তৈমুর , চেঙ্গিজ থেকে আজকের সিরিয়া 
কিম্বা রোহিঙ্গা  ।
  রক্তের  সমুদ্র   থেকে  জেগে  ওঠা  বাংলাদেশ  
  যেন এক দ্বীপ  !
  তারো   আগে আরো কত কিছু ,
 প্রায়  দু’টি শতাব্দী   ধরে  বৃটিশের  অত্যাচার
  এই  ভারত  উপমহাদেশে !
  কখনো   ভিয়েতনাম , কখনো   আফগানিস্তান,
  ইরাক-ইরাণ , দুই  কোরিয়া ,   বসনিয়া -  সার্বিয়া,
  প্যালেস্টাইন-  ইস্রায়েল  ---- 
  জালিওয়ালানা  বাগ ,    তিয়েন- মিয়েন  স্কোয়ার  ----- 
  পৃথিবীর  বুকে  অজস্র   নির্মম,  নিষ্ঠুর  স্বাক্ষর ।
  দু’টি  বিশ্ব যুদ্ধ  ঃ
  মানুষ- পশুর  চিত্র  বিরাট   ক্যানভাসে ।  ......।।
  তারপর  এই  ভূমিকম্প ,  দাবাগ্নি,  সাইক্লোন , বন্যা,  সুনামী ।
  ধ্বংসের  কী মারণ-  যজ্ঞ  !!!

 তবুও   তো   ভোর  আসে ।

  সূর্যের অমল প্রভা  পুবের আকাশে ।

 উচ্ছ্বসিত  ঝর্ণার  গান  ,
                                                                                               নদীর কলতান ,

 সমুদ্র-  গর্জন,

  ঝিল্লীর তান ,

 প্রজাপতি , ভ্রমর,  মৌমাছির ওড়াউড়ি  ফুলের

 বাগানে  ।

  শীতের শিশির  ঃ

  মুক্তাবিন্দু   ঘাসের  ডগায়  ।

পাখি  দোল খায় ,

গায় গান ।

 পাহাড়-পর্বত ,  মরুভূমি

  নদী-নালা  বন-জঙ্গল । 

 চৈত্রের  ঊষর,  ধূসর প্রান্তর।

 সবুজে  সবুজ শস্যক্ষেত্র 

  বা  পক্বশস্যের  আদিগন্ত সোনালী বিসতার ।

 শ্রাবণের  গান ,

 শরৎ পূর্ণিমায় চাঁদের গলে গলে পড়া  সুনীল 

 আকাশে ।

  ব্যাস , বাল্মিকী ,  দান্তে, হোমার

  শেক্সপীয়র,  কালিদাস,  মিল্টন, রবীন্দ্রনাথ ।

  নিউটন ,  আইনস্টাইন

 আচার্য  জগদীশ চন্দ্র , আচার্য  প্রফুল্ল চন্দ্র ।

  দ্য  ভিঞ্চি ,  

মাইকেল  এঞ্জেলো ,পাবলো পিকাসো।
 
  তানসেন ,  বেটোভেন,  মোজার্ট

      আলাউদ্দীন খাঁ  ,  বড়ে  গোলাম  আলী 

  রবি শঙ্কর,  ভীমসেন    যোশী  ।

  রাম ধনুর  লীলা  সমস্ত  পৃথিবী   জুড়ে ।

  বৈচিত্র্যের  বাহারে  উচ্ছ্বসিত  আনন্দের বান । 

 কালো  আর  সাদার কি অদ্ভুত সহ-অবস্থান !

    ********
 হৃদয়ের গহীন    গভীরে যুক্তি-বুদ্ধি  অগ্রাহ্য

এক  নিবিড় অনুভূতি শুধু  আস্বাদিত  হয় ।

অস্ফুট  ভাষায় কেবল  এই একটি  ভাব-ই বাঙ্ময়:

 বিস্ময় ,বিস্ময়  --

 ‘’ এ কী গো  বিস্ময়  !’’

No comments: