Saturday, October 5, 2024

আগমনী -- অমরেশ দেবনাথ

 আগমনী 
 অমরেশ দেবনাথ
০৫-১০-২০২৪
সকল পৃথিবী বেজে উঠেছে আলোর ঐ কিরণে,
মা আসছে ধরাধামে বছর পেরিয়ে তার ঘরেতে,
আগমণের এই জাগরণ বেজেছে যে ডাকে ডাকে,
কাশের দোলায়, শিউলি ফুলের অপার ঐ সুবাসে,
কৈশোরের প্রথম প্রেম ফুটে উঠেছে চোখে চোখে,
আজ আবার প্রেমের বীণা বেজেছে গোপন মনে,
শরতের এই অসীম আনন্দে ভুবন গেলো যে ভরে,
মা এসেছে সকল কালো ঘোচাতে, মন হতে কেড়ে,
তার আলোর পুণ্য প্রবাহ ছুটে চলেছে দিগ্বিদিকে,
অন্ধকার যত ছিল মনে লুকিয়ে, হারিয়ে গেছে যে, 
তারই মাঝে ঝরছে বাদল ঐ ঝিরিঝিরি স্পন্দনে,
প্রথম প্রেমের প্রথম চোখ ভেসে এলো তরঙ্গেতে, 
বারেবারে পড়ি যে প্রেমে শরতের এই দীপ্ত গুণে,
তবু প্রথম প্রেমের উন্মাদনার উন্মোচন হয় চোখে,
সে কোথায় হারিয়ে গেছে ভূগোল ইতিহাসে ডুবে,
তবু কেন এতো নতুন, যেন বাজে চোখের পাতাতে,
ধুনুচি নাচে কোমড় ঘুরিয়ে নেচেছিলে মন তরঙ্গে,
তার ধোঁয়া লেগেছিল হৃদয়ে আমার অরুণ লোকে,
সেই ধোঁয়ায় আজও পাই নিজেরে ফিরে পূর্ণ মনে,
তুমি কি পাওনা সেই ধূম্র গন্ধ নিজের মাখা আতরে,
সে-কি শুধু আমার কথা, জানি সে তোমারও কথা,
আজও খুঁজে চলেছি গোপন চোখে পেতে সে ভাষা,
আসুক ঘুরে আর নাইবা আসুক, পূজা এলো ফিরে,
প্রেম ছাড়াও কতো কিছু বেজে চলেছে এ জীবনেতে,
সকল বাঁধন যাক্ হারিয়ে অন্তহীন অসীম আনন্দে,
উৎসবের প্রসার ঘটুক দিকে দিকে শান্তি বয়ে নিয়ে,
যে অসুর লুকিয়ে থাকে মানব মনের গোপন ডালে,
সে যেন নেয় যে বিদায় নতুন ভোরের অরুণোদয়ে,
যে ক্রোধ যে কাম পতিত করেছে এ মন দিনেদিনে, 
আসুক তাতে প্রেমের পাতা বন্ধনের জাল ছিটিয়ে,
যে লোভ, যে দ্বন্দ্ব, যে পাপ নেয় টেনে আড়ালেতে,
যাক্ হারিয়ে মার আসিসে উৎসবের রঙিন বসন্তে,
আবার আসুক নাড়ু, লুচি পায়েস, অষ্টমীর ভোগেতে,
যার প্রথম নিবেদন করি যেন মারে ছুইয়ে তর্পণেতে,
আলোর বন্যায় সকল আঁধার যাক্ ঘুচে ভুবন হতে,
জীবনের জয়ধ্বনি বেজে উঠুক শঙ্খ নিনাদে শরতে।

No comments: