পুজো মানে
স্বপন কুমার দাস
১২/১০/২০২৪
পুজো মানে ঠাকুর দেখা
মন্ডপের সাজ সজ্জা,
ফুচকা রোল গন্ধে নাসা
জম জমাটি আড্ডা।
পুজো মানে সঙ্গী পাওয়া
বন্ধু মিলন মেলা,
শৈশব স্মৃতি ফিরে দেখা
ধুনুচি নাচ খেলা।
পুজো মানে খিচুড়ি ভোগ
ঘরের রান্না বন্ধ,
হৈ হুলোড় আড্ডার যোগ
দিবা রাত্রি আনন্দ।
পুজো মানে অশ্রু নয়নে
সিঁদুর খেলা পরে,
উমা মা ফিরবে কৈলাসে
আসে বছর ঘুরে।
পুজো মানে কারুর দুখ
কারুর সুখ সাজে,
সুখ দুঃখ দুইটি মুখ
উমা ভক্তির মাঝে।
No comments:
Post a Comment