মহিষাসুরমর্দিনী
সুরজিৎ পাল
১৪.১০.২০২৪
পূজোর ভিড়জমাটি রাস্তার একধার দিয়ে এক যুবতী উস্কোখুস্কো চুলে, উদাস নয়নে, ধীরলয়ে চলেছে।
রং-বেরংয়ের নুতন বসনের চাকচিক্যে ভরা ভিড়ে বড়ো বেমানান ঠেকে।
হঠাৎ হাঁটার গতি দ্রুত,কে যেন তাকে অনুসরণ করে।
চেহারা সুন্দর বসন পরিপাটি যেন ফুলবাবু।
দৃষ্টির দৃশ্যমানতা যৌনতায় ভরা।
হঠাৎ অন্ধকারে মেয়েটিকে টেনে ধরে।
ধস্তাধস্তি চিৎকার,পথিকেরা নিশ্চুপ নিরব দর্শক ,তাপ উত্তাপ হীন।
মেয়েটি রক্তাক্ত বসনে হাতে রক্ত মাখা লোহার রড নিয়ে অন্ধকার থেকে আলোয়।
ইউরেকা ইউরেকা, পেরেছে পেরেছে, মেয়েটি নিজেকে রক্ষা করতে পেরেছে।
কিছু ভিরু কাপুরুষের দল উৎসাহের বসে ঘিরে রেখে পুলিশ কে কল করে।
মহিষাসুরমর্দিনী কিছু নপুংসক দের অভয়ারণ্যে বরাভয়রুপিনী হয়ে দন্ডায়মান।
কলকাতার অভয়া বা তিলোত্তমা যা পারেনি সে করে দেখাল।
সাইরেন এর আওয়াজ ধীর থেকে প্রখর.........।
আইন ... পুলিশ....প্রসাশন..?
সম্ভ্রম রক্ষার্থে হত্যার সঠিকতা যাচাইয়ে ব্যাস্ত।
No comments:
Post a Comment