Tuesday, October 8, 2024

দুখিনী দুর্গা -- কল্যানী ব্যানার্জ্জী

 দুখিনী দুর্গা
 কল্যানী ব্যানার্জ্জী
 ৭.১০.২৪.
দুর্গা আমার মলিন বেশে রুক্ষ কেশে
খালি পেটে অন্ধকারে ঝুপড়িতে পড়ে রয় ;
চালের ফুটোয় চাঁদ দেখে সে
বৃষ্টি এসে ঘর ভাসায়।
রাতের বেলা নাইকো ঘুম নর পশুদের জ্বালায় ;
নেশা করে করবে ফুর্তি দরজা ধাক্কায়।

ভোর না হতে বাটি হাতে যায় সে ভিক্ষায়।
এসে দাঁড়ায় মন্ডপেতে একটু খাবার আশায়।
তোমার দুর্গার সামনে এসে দু চোখ জলে যে ভাসায়।
বলে মাগো তোমার এত আছে
সামনে আছে শাড়ির পাহাড় ;আলতা সিঁদুর
প্রসাধনীর কত না বাহার।
ফল মিষ্টি ভোগে ও আছে কত উপাচার
মৃন্ময়ী মায়ের তরে কত না জোগাড়।

জ্যান্ত দুর্গা দুচোখ ভরে দেখে চেয়ে চেয়ে
আর ভাবে মনে মনে
মৃন্ময়ী মার লাগেনা কিছুই সবই তো তারই দান
ভক্তি ভরে ডাকলে তাঁকে তাতেই খুশি হন।
চিন্ময়ী দুর্গার কত প্রয়োজন কেউ দেখেনা চেয়ে
ছেঁড়া শাড়ি ঢাকেনা শরীর
খারাপ নজর দেখে চেয়ে চেয়ে।
তোমার দুর্গা জগৎ জননী জীবেই বাঁচেন তিনি
দান ও সেবায় গরিবকে রাখেন যিনি।
জগৎ জননীর মুখ যে ম্লান তার সন্তানরা কষ্ট পেলে
তিনি কিকরে পুজো নেন।

No comments: