Tuesday, October 8, 2024

দুর্গা মা -- তুষার কান্তি হীরা

 দুর্গা মা
 তুষার কান্তি হীরা
 ০৮/১০/২৪
দূর্গা মা তুই করলি কেন
      মর্তে আগমন?
দেখতে এলি হাজার দূর্গার
         হচ্ছে বিসর্জন?

প্রতিকার-টা করার মতো
     ধরায় কেহ নাই,
তোর-কাছে-মা করজোড়ে
      বিচার সবাই চাই।

ধরাধামের অসুর কূলকে
      শাস্তি মা-তুই দে,
আপন হাতে বিনাশ করতে
      ত্রিশূল তুলে নে।

দেখতে কিনা পাচ্ছিস মা-তুই
      এই-পাপীদের রূপ,
তবে কেন নিরব দর্শক
    হয়ে আছিস চুপ?

বিপদেতে সন্তান গণ-তোর
       শুধু পূজা চাস?
লাশের উপর দিয়ে তবে
    স্বামীর ঘরে যাস।

No comments: