আজ কাল
তরুণ চ্যাটার্জ্জী
18/08/24
আজকে দুঃখ আঁধার যত,
ঘিরেছে চারিধারে।
কালকে জীবন উঠবে ভরে,
সুখের দরবারে।
আজকে তুমি নাগাল ছাড়া,
বিরাট ক্ষমতাশালী।
রাজ রাজত্ব মোহের ধাঁধা,
আদতে চোরাবালি।
আসা যাওয়া কালের নিয়ম,
এমনই চলে খেলা।
আজকে যারা মাথায় চড়ো,
কাল বিচারের পালা।
কালের চোখে কাপড় বাঁধা,
দন্ড সবার সমান।
আজকের এই শক্তি দম্ভ,
কালকে হবেই ম্লান।
আজটা তোমার হবে জমা,
কালের অমোঘ হাতে।
কড়ায় গণ্ডায় হিসেব হবে,
কালের আদালতে।
No comments:
Post a Comment