পণ
তুষার মণ্ডল
১০//০৮//২০২৪
ভাঙব ফেলে বিধির বিধান
কোনো বাধা মানব না,
মৌল মনে হানব আঘাত
ঘরের কোনে রইব না।
স্বচ্ছ মনের বিকাশ লভি
নাশব যত মৌলতা,
সন্ত্রাসীদের আঘাত হেনে
মুছব সব নগ্নতা।
আঘাত হেনে রাশটি টেনে
মুঠোয় চেপে ধরব,
মসীর আঘাত হেনে তারে
নগ্নতা সব মুছব।
মানুষ কেন মারবে ওরা
ধ্বংস কেন করবে,
মারন খেলায় মত্ত হয়ে
জীবন কেন হরবে?
কেন তারা কোন সাধনায়
করছে মরন পণ,
ভায়ের মায়ের রক্তে ওরা
কি যে করবে সাধন?
রক্তে ওদের ভক্তি কমিশনের
সে সব কথা জানব,
মসীর ঘাড়ে আঘাত হেনে
সঠিক পথে আনব।
No comments:
Post a Comment