Wednesday, August 14, 2024

হায়রে বঙ্গে নারী -- বিনয়ব্রত ভট্টাচার্য্য

 হায়রে বঙ্গে নারী!
 বিনয়ব্রত ভট্টাচার্য্য
 ১৩/০৮/২০২৪...
' অভয়া ' প্রচুর স্বপ্ন বুকে বয়ে, আশা নিয়ে জন্মেছিল সাধের এই বাংলায়
তার যে এমন করুণ পরিণতি হবে কেউ কি জানতো হায়!
ইচ্ছে ছিল তার ডাক্তার হয়ে নিয়োজিত হবে মানব সেবায়
তার এমন অসময়ে মর্মান্তিক পরিণতির নেবে কে দায়!
অপরাধ তার নারী হয়ে জন্মেছে এই বাংলায় এটাই বুঝি দোষ
ছিলনা ধারণা চতুর্দিকে মুখোশধারী মানুষরূপী শকুনের মনে এত আক্রোশ!
যথেচ্ছ ভোগ করে নারকীয় অত্যাচারে দানব তারে করেছে খুন
মধ্যযুগীয় পৈশাচিক দানবীয় অত্যাচারে কেড়ে নিয়েছে পরাণ।
বোঝেনি সে নেইকো কোথাও বিন্দুমাত্র সুরক্ষা, ঠুনকো, সুপ্ত প্রশাসন
তাইতো দিকে দিকে রয়েছে জারি প্রতিদিন অপ্রশমন, অকথন নারী ধর্ষণ!
কামান্ধ কুকুরেরাও লজ্জা পাবে দেখে এদের নৃশংস কর্ম কাণ্ড
এই বীরপুঙ্গব (!) নপুংসক পশুরা বিবেক চেতনাবিহীন যত অকাল কুশমাণ্ড!
প্রতিদিন খবরে থাকে ক্ষেতে খামারে হাটে বাজারে যত্র তত্র এমন ঘটনা
এখন দেখছি হাসপাতালও নয় সুরক্ষিত একদম নিরাপদ না
পার্ক স্ট্রীট কামদুনি বারাসাত মেদিনীপুর থেকে আর জি কর হাসপাতাল 
সর্বত্র দোষীরা অবাধে বুক ফুলিয়ে করছে বিচরণ, ঠুকছে নিয়ত তাল
অদক্ষ অকর্মন্য প্রশাসন পারেনা করতে রক্ষা, দিতে উপযুক্ত বিধান
এটাই বুঝি আজকের দিনের বঙ্গ নারীর ভবিষ্যত, দস্তুর মত নিদান!
অন্যের দোষ ত্রুটি খুঁজতে কেউ কেউ হাত্রাস দৌড়ে যায়                             অন্ধ ধৃতরাষ্ট্র সেজে গুণীজনে
নিজেদের দোষ ত্রুটি 
কেবলই ধামা চাপা দেয়।
ভূলুণ্ঠিত ধূলি ধূসরিত  আজ বঙ্গের নারী জাতির সম্মান
যে নারী কষ্ট করে গর্ভে ধারণ করে জন্ম দেয় সন্তানে, তাদের এই প্রতিদান?
নারীদের এমন লাঞ্ছনার, অসম্মানের নিদারুণ দশা দেখে হায় 
সমগ্র বাংলা বাঙালির মাথা কাটা যায় একরাশ বেদনা,দুঃখে লজ্জায়!

No comments: