Saturday, August 3, 2024

উড়ন্ত মেঘ -- মোঃ কামরুল হাসান

 উড়ন্ত মেঘ
 মোঃ কামরুল হাসান 
 ০১/০৮/২০২৪ 
উড়ন্ত মেঘ দূরন্ত গতিতে 
এসে গেলে চলে,
বৃষ্টি হয়ে ঝড়ে পরলে না
আমার শুকনো উঠনে।

শুধু কেন আসলে তুমি?
রঙিন আকাশটাকে ঢেকে দিতে,
যে আকাশে চাঁদ তারা উঠে 
জ্যোৎস্নার আলোয় করে বিমোহিত।

মেঘ তোমাকে দিয়ে দিলাম 
রঙিন আকাশটা,
আমি কুড়িয়ে নিলাম আকাশের
নীল বেদনা টা।

মেঘ দিলাম রঙিন আকাশ 
মুক্ত মনে উড়িও,
যদি কারো উঠোন মনে ধরে 
বৃষ্টি হয়ে ঝরে পড়িও।

দেখবো না আর রঙিন আকাশ
চাঁদ তারার মেলা,
জ্যোৎস্নার আলোয় স্নান করাবো না
আমার রঙিন স্বপ্নগুলো।

তোমার সাথে এটাই হলো
আমার চির সন্ধি,
তোমার সুখে থাকবো আমি 
নীল বেদনাকে করে সঙ্গী।

No comments: