রোদেলা সকাল
মোঃ আমিরুল ইসলাম
০৪/০৭/২৪ ইং
আমার সারাটা সকাল তোমাকে দিলাম
তুমি এতটুকু কথা দাও আমাকে।
ভোরের আলোটুকু ডাকে ইশারায়
মিটিমিটি ফোটা ঐ কাননে।
যে তুমি আমার ছিলে হৃদয় গগনে
চাঁদ তারকার অসীম নীলিমায়,
সুরে সুরে বারে বারে গেয়ে যেতে নিরবে
সে তুমি আজ কেন এতো দূরে?
বুঝিনা কেন চায় এ পোড়া মন
কেঁদে কেঁদে ঐ দূর আকাশে।
জীবনের যে পথ চলা একই মোহনায়
সে পথ কেন গেল অযথা বেঁকে?
শান্ত মনের এ গহীনে জমেছে
অশান্ত বেদনার রাশি রাশি ঢেউ
তুমি আর কাঁদাওনা এ মন ওগো
মরে যাবো পাবেনা কোথাও তো কেউ।
ঐ দূর সীমানায় অসীম তেপান্তর
রংধনু এঁকে যায় নিরবে,
প্রজাপতির ডানা বেশতো আঁকাবাঁকা
হারিয়ে যায় মন সরবে।
কে যেন কানেকানে ফিসিফিসি হেসে বলে
আজ আর নেই বেশি দূর,
ওগো প্রিয়া হাত ধরো
কবিতার খাতা খোলো
লিখে দাও মম নামে কবিতা,
সময়ের নীল খামে কোমল প্রেম জালে
বেঁধে নাও তুমি আমাকে।
No comments:
Post a Comment