স্বভাব দোষ
দিলীপ ঘোষ
০৩/০৭/২৪
নিজেকে কষ্টি পাথরে ফেলে দেখতে না শিখলে
আয়নায় নিজের মুখ বারবার না দেখলে
নিজেকে ভুল ত্রুটির উর্দ্ধে রেখে এঁড়ে তর্ক করবে
উচিত কথার নামে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে
অতিমানব মনে করে কার্যত্ব নিজের দোষ ঢাকবে
গরু মরলে উপরওলা, ফুল গাছ পুতলে আমি
এমন আমিত্বের রোগ ধরা পড়ে
কিছু মানুষের চাল চলনে
কম্পাসে ফেলে ভুল ধরতে পারে না তারা
আনাড়ির মত অপরের সমালোচনা করে
নীতির রেলে গাড়ি চালিয়ে দেখার অভ্যাস হারালে
পছন্দ অপছন্দের চোখে ঠিক ভুল দেখবে
যাকে না দেখতে পারো তাকে মুরগি করে
মনগড়া ছুরিতে কেটে সুপ্ত জ্বালা মেটাবে
আমার কোন ভুল নেই, ত্রুটি নেই
যাবতীয় অধঃপতন,- এর ওর জন্য
যারা মনে করে প্রচার করে
তারা কখনোই নিজেকে করতে পারে না সংশোধন।
No comments:
Post a Comment