Wednesday, July 17, 2024

বুজরুকি -- দিলীপ ঘোষ

বুজরুকি
দিলীপ ঘোষ
১৫/০৭/২৪
অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে পুঁজি করে
ভেকধারী ফেকুবাবারা চালাচ্ছে বুজরুকি
রাজনীতির সাথে স্ট্রাটেজিক বোঝাপড়ার দৌলতে
বাবারা হয়ে উঠছে বিলিয়ন ডলারের অধিপতি

সম্প্রতি ঘটে গেলো বড়সড় এক বুজরুকি
বাবার পদরেণু পেতে গিয়ে
পদপিষ্ট হয়ে মারা গেলো শতাধিক নর-নারী

পুণ্য আকুল উন্মত্ত পায়ের তলায়
লাশ হয়ে গেলো একশো একুশটা মানব দেহ
পড়ে থাকলো চটি, জুতো, পুঁতির মালা, ভাঙা চুড়ি
বেশিরভাগ মহিলা, শিশু, বয়স্ক কেহ কেহ

বাবাজির চরণ স্পর্শ করলে অসুখ ভালো হয়,
মেলে চাকরি
হ্যান্ড পাম্প থেকে বের হয় সর্বরোগ হয়,- অমৃতবারি
এক চুমুকে শরীর মনের সব কষ্ট যন্ত্রণা
দূর হয়ে যায়
যত রোগর বালাই বলে পালাই পালাই
ওঃ, কি সাংঘাতিক বুজরুকি

বুজরুকির অসংখ্য রকমের ফন্দি-ফিকির
ভন্ড বিরিঞ্চিবাবা চড়েন বিলিতি গাড়ি
ক্যাশ করেন অন্ধবিশ্বাস, কুসংস্কার আর গরিবি
পদপিষ্ট হয়ে মারা গেলে বলেন, --
ওপরের ডাক এসেছে তাই গেলো চলি
ওঃ, কি সাংঘাতিক বুজরুকি

ওপরওলার নাম করে, বিভিন্ন ধরনের মরণফাঁদ
চলছে দিনের পর দিন
অসংখ্য মানুষ হচ্ছে নিঃস্ব, রিক্ত, মৃত
বাবাজিদের মিলছে সুদিন।

No comments: