Wednesday, July 17, 2024

নীরব ব্যথা -- অমিত চরণ রায়

  নীরব ব্যথা 
  অমিত চরণ রায় 
  ১৪/০৭/২০২৪
নিত্য পণ্যের বাজারে 
দরদামে লেগেছে আগুন। 
একশ টাকা ছাড়ালো 
পেঁয়াজ আর বেগুন। 

তিনশ টাকার কাছাকাছি 
আদা আর রসুন। 
ভেজালের ভারে কমছে 
তরিতরকারি  সঠিক গুনাগুন। 

পঞ্চাশ টাকার উপরে 
বিক্রি হচ্ছে ঝিঙা, ধুন্দল, 
ঢেড়শ, চিচিঙ্গা, পটল, 
কচু, আর  কাকরোল। 

মধ্যবিত্তরা সংসার চালাতে 
খাচ্ছে ভীষণ হিমশিম। 
এর মাঝে বাড়তি দামে 
বিক্রি হচ্ছে আলু আর ডিম। 

হাতের নাগালের বাইরে 
মাছ মাংসের বাজার। 
আহারের তালিকা থেকে 
করেছে তাই পরিহার। 

চালের বাজার অস্থির সবখানে 
ব্যবসায়ী সিন্ডিকেটের হাত।
কষ্ট হয়ে যাচ্ছে জোগাড় 
করতে দুবেলা দুমুঠো ভাত। 

শুনতে চাই না কেউ 
আজ কষ্টের কথা। 
মধ্যবিত্ত পরিবারের মধ্যে 
বয়ে যাচ্ছে  নীরব ব্যথা।

No comments: