এই কুলে আমি,ওই কুলে তুমি
উত্তম গোস্বামী
১২/০৭/২০২৪
নদীর দুপারে প্রেমিক-প্রেমিকা
তাকিয়ে দুকুল পানে
দুজনাতে হবে কখন দেখা
ভালোবাসা খুঁজে মানে।
এ কুলে সাগর ও কুলে কুসুম
মাঝখানে ছোট নদী
দুজনেতে যেত ছুটে ছুটে কাছে
পেতো এক সেতু যদি।
এপারে সাগর ওপারে কুসুম
চেয়ে আছে দুই গ্রাম
সবুজে ঘেরা গাঁ দুটি আজো
দেখায় স্বর্গধাম।
জানাজানি হতেই প্রেমের খবর
কুসুম হয় গৃহবন্দী
মা-বাবা যখন থাকে না বাড়িতে
মনে ভাঁজে কত ফন্দি।
বাবা বলে রেগে গরিব সাগরে
তুমি ভালো আর বাসবে না
তোমার জন্য দেখেছি ছেলে
মেলামেশা আর করবে না।
পাঁচ দিন হলো বাড়ি থেকে কুসুম
আসেনা বাহিরে আর
নদী ঘাটে সাগর প্রতিদিন আসে
দেখিতে মুখখানা তার।
সানাই বাজিছে ওপারে কুসুমের
কাল হবে বিয়ে বাড়ি
বুকখানা ফাটে সাগরের আজ
হাতে বেনারসি শাড়ি।
গভীর রাতে দুজনে আসে
দুই পাড়ে নদী ঘাটে
নিরব নিথর দুজনের দেহ
পড়ে আছে দুই ঘাটে।
চিঠিতে লেখা দুজনেরই বুকে
"ভালোবাসা চির অমর,
পর জনমে তুমি হবে ফুল
আমি হব তব ভ্রমর।"
থেমে গেল সানাই নহবৎ সুর
নদী তীরে শেষ দেখা
"এই কুলে আমি,ওই কুলে তুমি
ভালোবাসা হৃদে লেখা।"
No comments:
Post a Comment