Friday, July 12, 2024

স্কুল প্রেম -- দেবাশীষ চ্যাটার্জী

স্কুল-প্রেম
দেবাশীষ  চ্যাটার্জী   
21/05/2024 
বর্ষার ছুটি অতীত এখন 
স্কুল যাই না ভিজে  
বৃষ্টি ভেজার আনন্দ সুখ 
কজন এখন বোঝে  |

হাফ প্যান্ট আর চপ্পল ছেঁড়া  
সাথে বইয়ের ঝোলা  
টিফিন দিত মাতৃ স্নেহে 
গুড় মুড়ি আর ছোলা  

ম্যাগি চাউমিন ছিল কোথায় 
ছিলনা বই এর পর্বত  
স্কুল ফিরতেই মায়ের হাতে 
পেতাম লেবুর সরবত | 

বন্ধুরা সব বিকেল হলে 
খেলতাম  ড্যাঙ গুলি 
ফিরতে বাড়ি সন্ধ্যা নামতো 
হাতে পায়ে তে ধূলি   | 

ফেরার পথে সেই মুখটা  
লুকিয়ে আলো আঁধার 
আজ কেন তা স্মৃতির পটে
ফুটছে বারংবার  |

আঁখির কোণে আকুতির টান 
সেই দিন টা কবে 
আমার তখন হয়তো বা 
তেরো বৎসর হবে |

বারো কি আর অনেক বড়ো 
তবু ডাকতো আয় 
সাধ ছিল সাধ্য ছিলোনা  
এড়িয়ে যাবার দায় |

লম্বা ফ্রকে বিনুনি চুল 
লাল বর্ণের ফিতায় 
সরল মনের স্নিগ্ধ হাসি    
ঠোঁটের কিনারায়  |

আজ দুপুরে দগ্ধ গ্রীষ্ম 
ছেলে বেলার সেই স্মৃতি  
সেটাই ছিল প্রথম প্রেম  
বলতে আপত্তি কী ?

প্রথম প্রেম বাল্য কালের  
ভোলা ভীষণ দায়  
স্মৃতির বাক্স উল্টে দেখি 
বিবর্ণ সব ছাই  |

No comments: