Tuesday, May 14, 2024

মাতৃ দিবস -- সুজিত শর্মা বিশ্বাস

 মাতৃ দিবস 
 সুজিত শর্মা বিশ্বাস 
১২/০৫/২০২৪
সিংহাসনে অনেক মুর্তি আছে সারে সার, 
নাইকো সেথায় জগন্মাতা মুর্তি আসল মা'র ?
কষ্ট করে করলো ধারণ আপন গর্ভে তার,
সেই মায়েরে অবহেলা করিস না ভাই আর।
খায় না নিজে খোকার তরে দেয় বিলিয়ে সব
তিনিই শিশুর জগৎ প্রভু তিনিই মহান রব।
ছোট্ট থেকে মানুষ করেন, গড়েন মানব রূপ 
তাঁর ছোঁয়াতেই আঁধার কেটে প্রকাশ মনের ধূপ।
তাঁর কথাতেই কথা বলে সেটাই মুখের ভাষ 
মাতৃভাষা  মাতৃদুগ্ধ  মেটায়  মনের  আশ।
মা মা বলে ডাকতে শেখা শিশুর প্রথম বাক
মায়ের ভাষার ভান্ডারেতে শব্দ মালার চাক।
তাঁর হাত ধরেই চলার শুরু, শক্ত কঠিন মাঠ,
এই জীবনের প্রথম গুরু তাঁর কাছে নিই পাঠ।
তিলে তিলে গড়ে তোলেন মা যে আমার তাই
তার কোনো দোষ না হয় বিচার সেটাই আমি চাই।
পাথর মাটি দেব-দেবীদের পূজন করে লোক 
জ্যান্ত মায়ের হয় না পুজো তাইতো মনে শোক।
"মাতৃ দিবস" পালন করে কতোই ঘটা হায় !
বৃদ্ধাশ্রমে কাঁদছে মা যে দেখার কেহ নাই।

No comments: