Tuesday, May 14, 2024

একা আমি -- সুরজিৎ পাল

 একা আমি 
 সুরজিৎ পাল 
 ১৩.৫.২০২৪
একা আমি অপেক্ষায় মানি,
চলে এসো....
মন মন্দির করে আলো।
তোমায় আমি খুঁজে চলি,
আঁধার চোখে সবই দেখি কালো।
 অন্ধকারে হাতড়ে চলি,
মন তো শুধু কেঁদে গেলো।
কোথায় আওয়াজ দেব তোমায়?
মন কি বোঝে সেতু বন্ধনের সময়?
 বিরহের এই করুন বাঁধন ,
ছাড়বে কবে আমার রোদন?
একা আমি...
নজর দাও তুমি....
যেখানে থাক সেখান থেকে দেখো।
না জীবনকে আনন্দ চেপে ধরে  - 
না মৃত্যু হাতছানিতে নরে।
চোখে ঝরে মুক্ত ধারা,
গলা চেপে হতাশ কায়া।
খুঁজে চলি করুন হিয়া,
কাটবে কবে এ মায়া?
আমি বসা আপন মনে,
দিন ঢলে যায় সংগোপনে ।
হৃদয়ের এ কেমন ভাষা,
কাটবে কবে আমার দশা?
বলতে আমি অপারগ জানি ,
আপনারা বলুন আমি কি  করি  ????

No comments: