প্রশ্ন কঠিন উত্তর সহজ
দিলীপ ঘোষ
২০/০৪/২৪
পাশের বাড়ির ছেলেটা
হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এলো, বললো --
কাকু, বাবা বড় অসুস্থ, মৃত্যুর সাথে লড়ছে
খুঁজছে আপনাকে
হারুবাবু বললেন, বাথরুম যাব, স্নান করব,
অফিস যাব, অফিস থেকে ফিরে
দেখা করব সন্ধ্যায়
লোকটা মারা গেলো সেদিন দুপুরে
একদিন সন্ধ্যায়, অফিস থেকে ফিরেছেন হারুবাবু
এক ভদ্রমহিলা বাড়ীতে এলো, জিজ্ঞাসা করলো,-
ছেলেটাকে কোন বিষয়ে পড়াই বলুন তো
হারুবাবু বললেন, এইমাত্র ফিরেছি
এখন হাত পা ধোব, একটু বিশ্রাম নেব, পরে বলবো
পাশের বাড়ির অল্প বয়সী ছেলেটা মারা গেলো
কান্নার রোল, যে শুনছে সেই যাচ্ছে দেখতে
বাড়ি থেকে বের হতে যাচ্ছে হারুবাবু, গিন্নি বললো,
দূরারোগ্য রোগে মরেছে, যেও না,
এনো না অসুখ ডেকে
দুঃখের সময় পাশে থাকা লাটে উঠলো
সুবোধ বালকের মত থেকে গেলো ঘরে
পাড়া প্রতিবেশীদের দায় বিপদে
পাশে থাকেন না হারু
লোকের জন্য সময় ব্যয় করতে
হারুবাবু বড় হিসেবি
বউ, ছেলে, মেয়ে নিয়ে তার পৃথিবী
তিনি নাকি ভদ্রলোক, বনেদী
হারুবাবু কি মানুষ, তিনি কি সামাজিক?
No comments:
Post a Comment