ব্যতিক্রমী
প্রলয় কুমার সাঁতরা
২৫/০৪/২০২৪
দুর্নীতি বলে লজ্জা দিওনা
টিচার নিয়োগে ব্যতিক্রমী,
অর্থ দিয়েই পেয়েছে চাকরি
তারা আগামীর যে অনুগামী।
এই কথা নয় বন্ধু আমার
বলেন মন্ত্রী ব্রাত্য,
এ কোন আঁধারে ঢেকেছে বাংলা
চারিদিকে শুধু স্বার্থ।
ব্যতিক্রমী এ ব্যবস্থাতেই
ফেলছে সব নাভিশ্বাস,
বলতে কী পারো ওরা সব কারা
জেলেতে বসেই খাচ্ছে ঘাস?
ব্যতিক্রমী এ কেমন বাংলা
বাংলা মানেই কি আঁধার?
সবার ভাগ্য হাইকোর্টে কাঁদে
কোটের হাতেই সেই ভার !
এটাই কি তবে মুক্ত চেতনা?
কতো না মধুর অভ্যাস,
গাধা গুলো দেখো খাচ্ছে কেমন
এই বাংলার কচিঘাস!
কতো না লজ্জা দেবে যে তোমরা?
লজ্জাহীন ও লজ্জাতে,
বন্ধু আজও যারা ফুটপাতে
মারলে যে লাথি সেই পাতে?
জীবনটা আজ যে ব্যতিক্রমী,
দিদিমণিরই প্রেরণাতে,
আগামী দিনেতে দেখতে কি পাবো
এ পাঠক্রম ভবিষ্যতে?
No comments:
Post a Comment