কালের নিয়ম
স্বপন কুমার দাস
০২/০১/২০২৪
কালের নিয়মে আসবে যাবে
এই কথা তো নতুন নয়,
কালদন্ড কোপে দাঁড়িয়ে সবে
এতে তো নেই নতুন ভয়।
নিয়তির বিধান মানতেই হবে
ললাট লেখা বিধাতা হাতে,
ক্ষণিকের আসা যাওয়া ভবে
ভরা প্রেম মায়া মমতাতে।
তবুও আমাদের মায়ার টানে
প্রবীণ বিসর্জন রোদনে,
উৎসবে মাতি উল্লসিত মনে
বরণের আহ্বান নবীনে।
প্রবীণের স্থলে নবীন আহ্বান
নতুন কিছু পাওয়ার আশা,
বরাতে যদি আঁধার অবস্থান
নবীন ঢেউ শুধুই নিরাশা।
নবীন যদি হয় গো সুমতির
ধরণী জনের উর্ধগতি,
নবীন যদি হয় গো কুমতির
ধরণী জনের নিম্নগতি।
সবুজ শীতল স্নেহ ভরা কোলে
নবীন প্রবীণ মিলন মেলা,
কালের নিয়মে যুগে যুগে চলে
পৃথিবীর এই লীলাখেলা।
=======================
No comments:
Post a Comment