সে শুধু আমার।
বিজন রায়।
১১/১২/২০২৩
বর্ণমালায় সেজে ছিলে তুমি
তাই এত সুন্দরী-
কবির কণ্ঠে কথা কলি তুমি
কানন কুসুম মঞ্জুরী।
তুমি বুকে আছো মোর কণ্ঠে আমার
ধ্যানে আছো মোর জ্ঞানে-
তুমি প্রেমে আছ বিচ্ছেদে
কুমারী বক্ষে গোপনে।
তুমি আছো বসন্তে বর্ষায়
শরতে কাশ বনে-
আছো,কোকিলের ডাকে ষড়শি রূপবতী
কবির কবিতা গানে।
আছো মিলনের সুখে,অসুখী
বিরহ জ্বালায়-
হুতাসি দুঃখীর হাহুতাসে আছো
ফুল হয়ে দেবতার পায়।
আছো নবীনে প্রবিনে বিপ্লবে
বাগ্মীর মুখে ইতিহাসে-
হাসি কান্নায় মিশে আছো তুমি
শান্তিতে সন্ত্রাসে।
সৃষ্টিতে আছো স্থিতিতে প্রলয়ে
নিঃশ্বাসে মৃত্যুতে-
প্রেম হয়ে থাকো অন্তরে মোর
কথামালা হয়ে ঝরিতে।
No comments:
Post a Comment