Monday, August 28, 2023

এমন কেন হয় -- রেজাউল করিম বিশ্বাস

 এমন কেন হয়
 রেজাউল করিম বিশ্বাস 
  ২০ ০৮ ২০২৩
সেই কিশোরী মেয়েটি কি আজও খোঁপা বাঁধে ?
নদীর ঘাটে নাইতে যায় নাচতে নাচতে ঝুমুর পায়ে?
সন্ধ্যা বেলায় ছাদে নিজের চুলে বিনুনে দেয়  ?
কারো কথা ভেবে আকাশের  তারা গোনে ?

গভীর রাতে গবাক্ষ  খুলে বাইরে চেয়ে রয় ?
স্বপ্নে কি সে  রাজকুমারকে আজ ও খুঁজে ?
রাতের প্যাঁচার কর্কশ স্বরে তার মনোযোগ হারায় ? 
ঘুম ঘুম চোখে স্ট্রিট লাইটের হলদে আলো দেখে ?

আজও কি তার সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গে ?
শিশির সিক্ত দূর্বা ঘাস মাড়িয়ে যায় কার হাত ধরে?
খেয়ালী বাতাস  চুলগুলো এলোমেলো করে দেয় ?
নিজেই বুঝি আঙুল দিয়ে সব ঠিক করে ন্যায় ?

তার পছন্দের শাড়িটা ব্যালকনিতেই ঝুলে ?
বাবুই পাখিগুলো কি তারপরেই উড়ে এসে বসে ?
বই হাতে হেঁটে হেঁটে ধুলো রাস্তায় কলেজে যাই ?
অংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় নাম লেখায় ?

তার শখের বাগানে ফুলের পরিচর্যা নিজেই করে ?
 বেগুন গাছের টুনটুনির বাসা আজও আছে ?
লম্বা দৌড় হাসির ফোয়ারায় সবাই মেতে ওঠে ?
হঠাৎ এমন ভাবনা হলো কেন আমার কে জানে ?

তবে কি আমি সত্যি সত্যি আজও তার কথা ভাবি ?


No comments: