Thursday, August 3, 2023

শ্রাবণের উষ্ণতা মাখা -- জয়া গোস্বামী

শ্রাবণের উষ্ণতা মাখা
জয়া গোস্বামী
০৩-০৮-২০২৩
শ্রাবণ তুমি এলে মনের গভীরে জন্মায় শত কবিতা,
ভাবনার ক্যানভাস জুড়ে থাকে কাব্যের পাতা।
মনের রাগ  অনুরাগে শ্রাবণের শীতল উষ্ণতা মাখা,
জানলার শার্সিতে, দেখি তোমার আলপনার রেখা।

তোমার জন্য কদম কেতকীর নতুন করে আসা,
নীল আকাশে ধূসর মেঘের সকাল থেকেই ভাসা।
শ্রাবণের রিমঝিম শব্দে কবির প্রেম সাগরে বিচরণ,
কবির কবিতার পাতায় পাতায় তোমার আবাহন।

রিমঝিম বৃষ্টির গানে ভাবনা আসছে মনের ঘরে,
দেখো চোখ মেলে প্রকৃতি সেজেছে শ্রাবণের বরে।
 তরুরাজ ফিরে পেয়েছে  শ্রাবণের দানে প্রাণ,
শ্রাবণ ফিরে ফিরে আসে বলে কবিরা পায় মান।

ঝরা শ্রাবণের দিনে ছন্দের নিপুণতা খুঁজে পাই,
নীপবনে আজ অজানা শব্দের স্বপ্ন সাজাই।
বৃষ্টির ধারায় শ্রাবণের আলিঙ্গনের গান গাই,
সন্ধ্যার অন্ধকারে ইচ্ছের স্বপ্নগুলো হাতড়াই।

মাধবীলতা অভিমান ভুলে না হয় একটু তাকাও ,
শ্রাবণের প্রথম বৃষ্টিতে আজ আমার মন ভেজাও।
অসহায় চাতকের ফটিক জল আকাশ হতে চাওয়া ,
শ্রাবণের কাব্য লিখে কবির মনে সুখ খুঁজে পাওয়া।

No comments: