Monday, July 31, 2023

সাধ জাগে জলছবি আঁকি -- শুভঙ্কর ত্রিপাঠী

 সাধ জাগে জলছবি আঁকি
 শুভঙ্কর ত্রিপাঠী 
 ২৩-০৭ -২০২৩
সাধ জাগে জলছবি আঁকি
সাদা সাদা কাগজে , কালো কালো আখরে
শব্দের আঁচড় টানি , হালকা কিংবা ঘন 
তুলির টানের মত, 
মনের বিমূর্ত সব, অনুভুতি যত
এঁকে যাই 
জল ছবি কথায় কথায়।

কথায় কথায় , 
মনের ক্যানভাসে রাখা
ভাসবে কি সেই ছবি,প্রথম দেখার?
সেই শব্দ ,ঢিপ ঢিপ, 
পাছে শুনে ফেলে সবাই, 
মদের নেশার মত 
গ্রস্ত , ত্রস্ত বিহ্বলতা,যেন ;
কানে কানে হবে বদনাম ।

অন্য কোথাও , অন্য কোনো দিনে 
তোমার সলজ্জ হাসি 
অন্য তরুণ ছেলে আনন্দে উচ্ছ্বল।
এক লহমায় 
জীবন টা অভিমানে গলার কাছেই
দলা মেরে পাক দেয়, চোখ জ্বালা জ্বালা।
পাগুলো টলমল, যেদিক সেদিক ।
বুকের মাঝেতে তোলপাড়
কান্নাটা জমাট যেন,বিবশ বিষন্ন।
তোমারও কি কোনোদিনও? 
একই রঙের ছবি? একই রকম? 
কিভাবে মেলানো যায় 
না আঁকলে 
তোমার , আমার?
জানা নেই সেই চিত্রকলা ।
তবু সাধ,  জলছবি আঁকি ।
শব্দ চিত্র অধরা ধরার।

No comments: