মর্যাদা
প্রণব মাহাত
২৫/০৭/২০২৩
ভোরের স্বপ্নে আধভেজা মাথা, নতজানু হয়ে বসে আছি,
শিশিরের ঘাম রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি লোমকূপ ভেজা,
অনেক বজ্রনাদ কানে শুনেছি, অনেক মেঘের ঝলকানি!
স্নায়ুর একটা অংশ বড়ই শিথিল, একগুঁয়ে চিন্তাভাবনা...
নাসিকার অগ্রভাগে প্রচন্ড উত্তাপের সমারোহ, তারপরও জমকালো প্রেম!
নর নারীর বিহ্বল শরীর,মাংস পেশীতে উৎকন্ঠার উন্মাদনা...
বৃষ্টি থামলো...তারপর হাওয়া... ক্লান্ত আমার হৃদয়...
বুভুক্ষু পেটের আর্তনাদ বাঁধভাঙা জলের মতো!
নিশাচর পেঁচার চক্ষু হতে নির্গত বহ্নিশিখার ঝলকানি
সাপের শরীরের আঁকাবাঁকা পথ... একটা গন্তব্য...
নীলিমার পদচিহ্ন হতে নক্ষত্রের উদ্ভাসিত রেখা...
আমি ও পৃথিবীর ভাবাবেগ একই সরলরেখা বরাবর।
সাদামাটা জীবনের আর্তনাদ বৈশাখের রংচটা বাতাস...
বহু জাগতিক প্রেমের ছবি পাঁজরের মজ্জার অন্দরে,
শুকনো পলাশের মর্যাদা বোঝে কেবল লালমাটির ধুলো।
---------------------------------
( স্বত্ব সংরক্ষিত )
No comments:
Post a Comment