Saturday, July 29, 2023

জ্বালাও আগুন -- গৌতম পাল

 জ্বালাও আগুন
 গৌতম পাল
 ২৪/০৭/২০২৩
আজও দ্রৌপদীরা হন ধর্ষিতা মোদের পোড়া দেশে,
দুর্বৃত্ত দুর্যোধন আর দুঃশাসন ওঠে অট্টহাসি হেসে।
আজও অন্ধ ধৃতরাষ্ট্র পুত্র মোহে থাকেন সদাই চুপ,
দেখেছে ভারতবর্ষ মহারাজা ধৃতরাষ্ট্রের কদর্য রূপ!

নারীর ভূষণ আর সম্মান রাজপথে খায় গড়াগড়ি,
চুপ করে থাকি আমরা সব ভেবে না পাই কী করি!
ভোটার জনতা নেই কোনো ক্ষমতা, কেঁদে আকুল,
ইভিএমে বন্ধী জনাদেশ, গুনে যাই ভুলের মাশুল!

আজও বাংলা থেকে মনিপুর, দ্রৌপদীর হয় ধর্ষণ,
দুর্বৃত্ত দুঃশাসনেরা উল্লাসে করে গৃহবধূর বস্ত্রহরণ!
ক্ষোভের আগুনে পুড়ে খাক হয়ে যাক নগ্ন সভ্যতা,
চিরতরে বন্ধ হয়ে যাক এই আদিম নিষ্ঠুর বর্বরতা!

চোখের তারা থেকে হচ্ছে ক্ষোভের লাভা নিঃসরণ,
নরাধম দুর্যোধন ও দুঃশাসনের হবে নিশ্চিত মরণ!
ধূলায় লুটায় নারীর লজ্জাবস্ত্র নগ্ন হয়ে পথে হাঁটে,
নিদারুণ যন্ত্রণা বুকে বয়ে তারা দিবস রাত্রি কাটে!

পিতামহ ভীষ্ম গুরু দ্রোণ কৃপাচার্য দেখি সবাই চুপ,
রাজার কাছে দায়বদ্ধ সবাই মুখে এঁটেছেন কুলুপ।
আজও দেখি সুশীল সমাজ আগের মত চুপ কথা,
রাজসুখ ভারি মধুর তাই বুঝি গভীর এই নিরবতা!

কবি বন্ধুরা যে যেখানেই আছি হতে চাই যে বিকর্ণ,
হতে চাই না মোরা কেউ রাজ্য লোভী মহাবীর কর্ণ!
নারী মাংস বড়োই সুস্বাদু,হোক ঊনিশ কিংবা বুড়ি,
হোক সে বাংলার গৃহবধূ কিংবা হোক সে মনিপুরী!

কবি বন্ধুরা কলমগুলি হয়ে উঠুক শাণিত তরবারি,
শব্দ বাণে নির্মূল হোক দেশের যত সব অত্যাচারী!
নির্ভীক আমাদের কলম গুলি হোক ধর্ষকদের যম,
নির্যাতিতা মা বোনেদের হয়ে মেরে যাব শব্দ বোম। 

জ্বালাও আগুন, পুড়ে ছাই হোক নির্লজ্জ সভ্যতা,
আজ ভূলুণ্ঠিত ভারতের নাম, বিবস্ত্র ভারত মাতা!
এসেছে ঘোর কলিকাল, মানুষ খুঁজে পায় না সুখ,
অসুস্থ এই গোটা সমাজ, রন্ধে রন্ধে কর্কট অসুখ!

ঘরের মা বোনেরা লজ্জা ঘৃণায় ঢাকে মুখ কাপড়ে,
ছিলেন শ্রীকৃষ্ণ মাধব রক্ষা করেছেন তিনি দ্বাপরে।
এসো প্রভু শ্রীকৃষ্ণ মাধব, যুগ যুগ পেরিয়ে পিছনে,
আজও দ্রৌপদীরা বিবস্ত্র চেয়ে রয় তোমার পানে!

আজও লাজলজ্জাহীন বন্যতা দেখছি ভারত ভূমে,
বিবেক মনুষ্যত্ব সবকিছুই দেখি আছে নিমগ্ন ঘুমে!
একাই রুখে দাড়াও দ্রৌপদী,ভয় পাবে নাকো আর,
দুচোখে জ্বালাও আগুন কেড়ে নাও সব অধিকার!

No comments: