Friday, July 21, 2023

আর্তনাদ -- অনিল চন্দ্র সিকদার

আর্তনাদ
অনিল চন্দ্র সিকদার
১৭-৭-২৩.
নিষ্পলক দৃষ্টিতে দেখেছি সেদিন,শুনেছি কত আর্তনাদ
বুকের ভেতরটা যেন আগুনের মতো জ্বলছিলো, 
তপ্তদাহ আগুনের মতো মনটা পুড়ে যাচ্ছিলো
পারিনি কিছুই করতে ওদের, ঐ অস্ত্রের সামনে। 

দেখলাম শুধু, ছল- ছল অশ্রু ভরা চোখে-
যম-দূতের মতো খুবলে খাচ্ছিলো, 
অসহায় আমার দুটি হাত- পা বাঁধা,যীশুর মতো
বুকের ভেতরটা আগুনের মত দাউ দাউ করে জ্বলছিলো

অনুশোচনায় আর্তনাদ করেছি ,কেঁদেছি কত-
ছেড়ে দাও ওদের,ওরা নিষ্পাপ ,নারী-শিশু, 
শোনেনি ওরা, আমার কথা,আমার যে হাত-পা বাঁধা
নিষ্পলক দেখেছি , করেছি আর্তনাদ,যেন আমি  সেই, যীশু। 

হৃদয়টা কেঁপে উঠেছিল, ওরা ছিল  সবাই নির্দয়
বলতে পারিনি কিছুই, ট্রিগার দাবালেই শেষ, 
কি অকর্ণ এই পৃথিবী, মেরুদণ্ডহীন বিচার
দেখিয়েছে ওরা আপোষহীন ক্ষমতা, এইটাই  বেশ।

হায়রে -বিধাতা-সইবে কি  তুমি?এই অত্যাচার
করে যাচ্ছে নির্বিচারে এই নিষ্ঠুরতা, 
পাষণ্ড মনের হিংস্র মানবদের মতো নির্দয় আচরণ
কবে হবে মানবদের হৃদয়ে, মানবতার জাগরণ।

No comments: