বর্ষা এলো ওই
শহিদুল ইসলাম আখন
১৮/০৭/২৩
শ্রাবণ মাসে ঢল নেমেছে,মাঠ জলে থই থই।
বর্ষা এলো ওই, বর্ষা এলো ওই।।
কলের লাঙল ভটর ভটর হচ্ছে জমিন চাষ,
চাষীর মনে খুশির জোয়ার প্রাণের উচ্ছ্বাস;
আলের পথে চাষার মেয়ে আনছে টেনে মই।
মাঠ জলে থই থই, বর্ষা এলো ওই।।
মাঠের পরে বীজতলা সব জলে ডুবুডুবু,
ঝম-ঝমা-ঝম ঝরছে বাদল থামছেনা যে তবু;
রুই কাতলা লাফায় ঝিলে,ডাঙায় চলে কই।
চারদিকে থই থই, বর্ষা এলো ওই।।
ভরা নদী কুলু কুলু উঠছে ফুলে ফেঁপে,
কড় কড় কড় মেঘের ডাকে হৃদয় ওঠে কেঁপে;
মাঝ নদীতে ঝাপসা দেখায় জেলের ডিঙির ছই।
নদী,জলেতে থই থই। বর্ষা এলো ওই।।
বাউরি পাড়ার "ময়না বুড়ির" ফুটো ঘরের চাল,
ঘরের মেঝে ভিজে কাদা, পড়ছে টপে জল;
পঞ্চায়েতে দেয়নি ত্রিপল,নেপোয় মারে দই।
দুখের কথা কারে কই, বর্ষা এলো ওই।।
No comments:
Post a Comment