Monday, July 3, 2023

নয়া সুতার টানে -- সুনীল বিশ্বাস

মায়া সুতার টানে
সুনীল বিশ্বাস
২৯/০৬/২০২৩
আমার ছুঁতে ইচ্ছে করে
আমার গ্ৰামের মাটি,
সেই যে সোনার বাটি;
যেথায় আমি ঘুমের ঘোরে
আলতোপায়ে হাঁটি।

মায়াসুতার শক্ত বাঁধন
প্রান্ত ধরে টানে,
ডাক শুনে তার কানে;
স্মৃতির পাতা উল্টে উল্টে
তাকাই পিছন পানে।

ময়না আমার ডানা ঝাপটায়
খাঁচাবন্দি ঘরে,
দেশের মাটির তরে;
মায়াবী টান উথলে উঠে
চোখেতে জল ঝরে।

মরণ বরণ করবে সে যে
বদ্ধ খাঁচার মাঝে,
জীবনবেলার সাঁঝে;
দগ্ধ ক্ষতে বিয়োগ ব্যথা
চিনচিনিয়ে বাজে।

No comments: