লিপস্টিকের মাতাল গন্ধ
পবিত্র প্রসাদ গুহ
২১/০৭/২০২৩
স্মৃতির পাতা গুলো পুড়িয়ে ফেললেও
বেখেয়ালী ছাই গুলো কথা বলে এসে পুরনো দিনগুলোর
ফ্যাকাশে বিবর্ণ আকাশ আজ
আসো নি ফিরে কাছে আর ...........
চাইনা স্মৃতির রোমন্থন
যাক জ্বলে পুড়ে যাক।
ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের আঠালো গন্ধটা তাড়িয়ে বেড়ায় আজও নিঝুম পুকুর পাড়ের একাকী সময়টার সাথে,
এলোমেলো শব্দে আর আসে না ছন্দ
কবিতারাও আজ অশিক্ষিত তোমার অভাবে
দিনের আলোয় রাত আসে নেমে তারাদের চোখে
সূর্যের আকাশে জ্বলে ওঠে তরলিত জোছনা
লিপস্টিকের মাতাল গন্ধে গাঢ় স্বপ্ন জেঁকে বসে।
হঠাৎ,
স্মৃতি পোড়া গন্ধে ঘুম যায় ভেঙে .....
নেই পাশে তুমি
স্বপ্নেরা খাবি খায় পোড়া ছাইয়ের গাদায়।
তুমি নেই তাই ........ ।
No comments:
Post a Comment